ভারত সরকারকে “সিনেমা” থেকে বেরিয়ে “বাস্তব জগতে” ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ও আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
আজ (৯ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাকিস্তান যদি পাল্টা হামলা চালায়, তখন তা ঘোষণা দিয়ে নয়, বাস্তবেই বোঝা যাবে। সারা বিশ্ব তা প্রত্যক্ষ করবে।”
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিবিসি ও জিও নিউজের পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় দাবি অনুযায়ী পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে—এই অভিযোগকে “ফ্যান্টম ডিফেন্স” বা “ভৌতিক প্রতিরক্ষা” বলে উড়িয়ে দেন জেনারেল শরিফ চৌধুরী।
তিনি বলেন, পাকিস্তান যখন জবাব দেবে, তখন প্রতিধ্বনি কেবল সীমান্তে নয়, সব জায়গায় শোনা যাবে। ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না।
ভারতের ১৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবিকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত” উল্লেখ করে তিনি কটাক্ষ করেন, এই ধরনের নাটক মঞ্চে কিংবা সিনেমা হলে মানায়, যুদ্ধক্ষেত্রে নয়। ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে?
ভারত সরকার প্রকাশিত ছবি ও ভিডিও প্রমাণ নিয়েও তিনি প্রশ্ন তুলেন। তার ভাষ্য, ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে, সেখানে অন্তত আগুন তো দিতে পারত! যা দেখানো হচ্ছে, সেগুলো নিছক ফাঁকা মাঠ।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের যেকোনো আগ্রাসী পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে। আর সেই জবাব এমন হবে, যাতে পরে কী ঘটেছে, তা জানার জন্য ভারতীয় মিডিয়ার অপেক্ষা করতে হবে না।
সূত্রঃ বিবিসি, জিও নিউজ।