ভারতের
‘অপারেশন সিঁদুর’ অভিযানের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া
এক সাক্ষাৎকারে তিনি এ হামলাকে আন্তর্জাতিক
আইন লঙ্ঘন ও বিশ্বশান্তির জন্য
হুমকি বলে উল্লেখ করেছেন।
হিনা
খার বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। তারা মনে করছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে পার পেয়ে যাবে—এটি খুবই বিপজ্জনক ধারণা। তিনি অভিযানের ধরনকে ‘অপ্ররোচিত, অপ্রমাণিত ও আন্তর্জাতিক আইনবিরোধী’
বলে উল্লেখ করেন।
এই
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পাকিস্তান পূর্বেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে সতর্ক করেছিল। তবুও ভারতের এমন একতরফা সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে।
বর্তমানে
হিনা খার কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আকাশপথে চলাচল ব্যাহত হওয়ায় তার ফ্লাইট বাতিল হয়েছে। এই পরিস্থিতিকে তিনি
‘ভারত সৃষ্ট জটিলতা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই উত্তেজনার সম্পূর্ণ
দায় ভারতের উপর বর্তায়।
সূত্রঃ আল-জাজিরা।