দালালের সাহায্যে ভারতে এসেছিলেন তাঁরা। কারও কাছেই ছিল না কোনও ভারতে আসা বা থাকার বৈধ কাগজ! শনিবারই তাঁরা গোপনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন সাত বাংলাদেশি।
শনিবার সকালে নদিয়ার হাঁসখালি থানার সীমান্ত এলাকা থেকে সাত জন অনুপ্রেবশকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে চার জন পুরুষ এবং তিন জন মহিলা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় সকলেই স্বীকার করেন যে, তাঁরা দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন!
স্থানীয় সূত্রে খবর, বছর তিন আগে ওই সাত জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে নদিয়ার বিভিন্ন জায়গায় থাকছিলেন। শনিবার সকালে হাঁসখালি এলাকায় তাঁদের ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে থানায় নিয়ে যায়। সেখানেই চলে জিজ্ঞাসাবাদপর্ব। ধৃতদের কারও কাছেই বৈধ কোনও কাগজপত্র ছিল না।
পুলিশ সূত্রে খবর, জেরায় সকলেই স্বীকার করেন তাঁদের বাড়ি বাংলাদেশে। দালালের মাধ্যমে বছর তিন আগে ভারতে আসেন। শনিবারই দালালের মাধ্যমে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। আসল পরিচয় জানার পরেই ওই সাতজনকে গ্রেফতার করে পুলিশ। কারা তাঁদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিলেন, কিংবা কাদের সহায়তায় এ দেশে থাকছিলেন তাঁরা— সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। উল্লেখ্য, গত বেশ কয়েক দিন ধরেই নদিয়া সীমান্তবর্তী এলাকায় অনুপ্রেবশকারীদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ধরাও পড়েছেন অনেকে। স্থানীয় পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশকারীদের ধরতে এই ধরনের আরও অভিযান চালানো হবে।