× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করলে ভারতে হামলা চালানো হবে : খাজা আসিফ

ডেক্স রিপোর্ট ।

০৩ মে ২০২৫, ১৭:৪১ পিএম

ছবি : সংগৃহিত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করে ভারত যদি নদীর উপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে হামলা চালাবে পাকিস্তান। শুক্রবার (২ মে) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যদি তারা সিন্ধু নদে কোনো ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা সেই স্থাপনায় আঘাত করব।’ তিনি বলেন, সিন্ধু নদীর উপর চুক্তি লঙ্ঘন করে যেকোনো কাঠামো নির্মাণ করা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন হিসেবে দেখা হবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। বহুভাবেই আগ্রাসন চালানো যায়। সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেয়া বা পানিপ্রবাহকে ভিন্নপথে চালিত করাও একপ্রকার আগ্রাসন। কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যু হবে লাখ লাখ মানুষের।’

তিনি আরো বলেন, ‘তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সিন্ধু পানিচুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ তবে নয়াদিল্লির পক্ষে সিন্ধু পানিচুক্তি লঙ্ঘন করা সহজ হবে না বলে মনে করেন তিনি।  গত ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকে ইসলামাবাদ ও নয়াদিল্লি তীব্র উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ওই হামলায় ২৬ জন নিহত হন।

ভারত কোনো রকম প্রমাণ ছাড়াই পাকিস্তানকে সরাসরি হামলার জন্য দায়ী করে এবং দুইদেশের কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করাসহ ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়া।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দেয়, শিখ তীর্থযাত্রীদের বাদে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে এবং তাদের দিক থেকে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। পেহেলগাম হামলায় জড়িত থাকার কথা নাকচ করে পাকিস্তান একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেয়ার প্রস্তাব দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.