ছবিঃ সংগৃহীত।
কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের একতরফা ও কঠোর প্রতিক্রিয়ার জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। আজ (২৪ এপ্রিল) ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) এক বৈঠকে এ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।
বৈঠক
শেষে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ভারত ‘একতরফাভাবে ও আইনি ভিত্তি
ছাড়াই’ যে পদক্ষেপ নিয়েছে,
তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও বিভিন্ন চুক্তি
লঙ্ঘনের শামিল। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান
একগুচ্ছ কড়া সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে অন্যতম:
১.
সিমলা চুক্তি স্থগিত
১৯৭২
সালের ঐতিহাসিক সিমলা চুক্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান। এতে বলা হয়েছে, ভারত যতক্ষণ পর্যন্ত "সন্ত্রাস ছড়ানো, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবনা অমান্য করা" থেকে বিরত না হবে, ততদিন
এই চুক্তি স্থগিত থাকবে।
২.
ওয়াঘা সীমান্ত বন্ধ
ভারতের
সঙ্গে সংযোগকারী প্রধান সীমান্ত বন্দর ওয়াঘা ক্রসিং অবিলম্বে বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ অনুমতিপত্র নিয়ে ইতিমধ্যেই সীমান্ত অতিক্রম করেছেন, তাদের ৩০ এপ্রিলের মধ্যে
ফিরে যেতে বলা হয়েছে।
৩.
বিমান চলাচলে নিষেধাজ্ঞা
পাকিস্তানের
আকাশসীমা দিয়ে ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত কোনো
বিমান চলাচল এখন থেকে নিষিদ্ধ করা হয়েছে।
৪.
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ
ভারতের
সঙ্গে সমস্ত রকম বাণিজ্য, এমনকি তৃতীয় কোনো দেশের মাধ্যমে ট্রানজিট বাণিজ্যও বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
৫.
দ্বিপাক্ষিক সকল চুক্তি পুনর্মূল্যায়ন
সিমলা
চুক্তি ছাড়াও ভারতের সঙ্গে বিদ্যমান সকল দ্বিপাক্ষিক চুক্তিকে স্থগিত বা মূল্যায়নের আওতায়
আনা হয়েছে।
৬.
সার্ক ভিসা সুবিধা বাতিল
সার্ক
ভিসা ছাড় সুবিধা (SVES) বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিকদের মধ্যে যারা বর্তমানে পাকিস্তানে আছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে
দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, তবে শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য
নয়।
৭.
দূতাবাস কর্মকর্তাদের বহিষ্কার
ইসলামাবাদে
নিযুক্ত ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমান
উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে ৩০ এপ্রিলের মধ্যে
পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভারতের হাইকমিশনে কর্মরতদের সংখ্যা সীমিত করে ৩০ জনে নামিয়ে
আনা হচ্ছে।
৮.
সিন্ধু পানি চুক্তি রক্ষার অঙ্গীকার
পাকিস্তান
ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মতে, এ চুক্তি আন্তর্জাতিকভাবে
বাধ্যতামূলক এবং একতরফাভাবে তা স্থগিত করা
সম্ভব নয়। পাকিস্তান এটিকে ‘যুদ্ধ ঘোষণা’ বলেও বিবেচনা করতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছে।
দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি জানায়, জলের প্রবাহ থামিয়ে দেওয়া বা তা অন্য
পথে চালানোর যেকোনো চেষ্টাকে যুদ্ধের কাজ হিসেবে বিবেচনা করা হবে এবং এর জবাব পুরো
রাষ্ট্রীয় শক্তি দিয়ে দেওয়া হবে।
এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছে ইসলামাবাদ।
সূত্রঃ ডন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh