কাশ্মিরের
পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া বার্তা দিয়েছেন বিশ্ববাসীকে। তিনি স্পষ্টভাবে বলেছেন, সন্ত্রাসীরা যেই হোক না কেন, ভারত
তাদের খুঁজে বের করবেই। এবং শুধু খুঁজেই নয়, তাদের শাস্তিও নিশ্চিত করবে। এর জন্য যা
কিছু করা দরকার, ভারত তাই করবে।
বিহারের
মধুবনী জেলায় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে
ভাষণ দিতে গিয়ে এই হুঁশিয়ারি দেন
মোদি। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীরা ভারতের আত্মায় আঘাত হানার দুঃসাহস দেখিয়েছে। এটি আমাদের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
প্রধানমন্ত্রী
আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—যারা এই হামলার সঙ্গে
জড়িত, তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও
করতে পারবে না। তাদের সাজা নিশ্চিত হবে, একের পর এক। দুষ্কৃতিকারীদের
সবকিছু ধুলায় মিশিয়ে দেওয়ার সময় এসে গেছে।
পেহেলগামে
নিহতদের স্মরণে মোদি জানান, এই হামলায় কোটি
কোটি ভারতীয় নাগরিকের হৃদয়ে আঘাত লেগেছে। নিহতদের পরিবারের পাশে রয়েছে পুরো দেশ। এই ঘটনায় ভারতের
দুঃখ যেমন এক, তেমনি আমাদের আক্রোশও এক,—বলেন তিনি।
সমাবেশে
বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্রী পেহেলগামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং উপস্থিত হাজার হাজার মানুষকে নীরবতা পালন ও নিহতদের উদ্দেশে
স্যালুট জানানোর আহ্বান জানান।