ছবিঃ সংগৃহীত।
এবার পাকিস্তানের নাগরিকদের ভারতীয় ভিসা বাতিল করেছে ভারত সরকার। পেহেলগামে কাশ্মীরের জঙ্গিগোষ্ঠীর গুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পরে ভারতের সন্দেহের তীর পাকিস্তানের দিকে।
ভারত পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দিকে আঙুল তুলেছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এই ঘটনার সাথে পাকিস্তানের বিন্দু মাত্র সম্পর্ক নেই বলে দাবি করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। এদিকে সারা বিশ্বের মতো তিনি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি বলেন ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহের কারনে এই ঘটনার অবতারণা হয়েছে। তবে ভারত পাকিস্তানের ব্যাপারে বেশ কিছু জোরালো সিদ্ধান্ত নিয়েছে।
একটি সিদ্ধান্তে বলা হয়েছে পাঞ্জাবের আটারি সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়া হচ্ছে। ওই পথ দিয়ে যারা পারাপার করেছেন তারা ১ মের আগে ফিরতে পারবেন।
সূত্র জানায়,দীর্ঘদিন ধরে পাঞ্জাবের আটারি ওয়াগা সীমান্তে উভয় দেশের যৌথ বন্ধুত্বপূর্ণ সামরিক কুচকাওয়াজ হয়ে আসছে।
চেকপোস্ট বন্ধ হওয়ার মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এছাড়া ভারত সরকার আরো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের যে সকল নাগরিক বিশেষ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের সকলের ভিসা বাতিল করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা দেশে ফিরবেন। এই দুটি সিদ্ধান্তের মাধ্যমে ভারতে পাকিস্তানের ভিসা বন্ধ হয়ে গেল।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি বুধবার রাতে সাংবাদিকদের সাথে এই বিষয় নিয়ে কথা বলেন। এছাড়াও আরো অনেকগুলো সিদ্ধান্তের বিষয়ে তিনি আলোচনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোটা দাগের মোট পাঁচটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে ভারত কোন কারণ ছাড়াই বাংলাদেশীদের জন্য টুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। অল্প কিছু চিকিৎসা ভিসা দিলেও গত কয়েক মাস সেটাও পাচ্ছেন না রোগীরা বলে অভিযোগ রয়েছে।
৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বৈধ পথে ভারতে যাওয়া বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের। এদিকে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র আতংবাদীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় সারা বিশ্ব উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। গত মঙ্গলবার ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র সন্ত্রাসীরা ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে। এই হত্যার দায় স্বীকার করেনি কোন সংগঠন।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর কি তাইবার ছায়া সংগঠন টিআরএফ এই হত্যাকান্ড চালিয়েছে। সম্প্রতি সময়ে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর এটি সবচেয়ে বড় হামলার ঘটনা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh