× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলে ভয়াবহ দাবানল; আন্তর্জাতিক সহায়তা চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ এপ্রিল ২০২৫, ১৩:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মধ্য ইসরায়েলে দাবানলের ভয়াবহতায় একাধিক শহর জনপদ থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। প্রবল তাপদাহ শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে জরুরি অবস্থা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন, বিশেষ করে গ্রীসসহ কয়েকটি মিত্র দেশ থেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তার আহ্বান জানিয়েছেন। তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দাবানলের কারণে রুট ৩৮মধ্য ইসরায়েল থেকে জেরুজালেম যাওয়ার অন্যতম প্রধান মহাসড়কঅস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এশতাওল, বেইত মেইর মেসিলাত জিওন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুনের সূত্রপাত হয় মধ্য ইসরায়েলের মোশাভ তারুম নামক এলাকায়। প্রচণ্ড তাপমাত্রা তীব্র বাতাসের ফলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপক উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, ১১টি ফায়ারফাইটিং বিমান এবং ১০০টিরও বেশি দমকল ইউনিট এখনো জেরুজালেম পাহাড়ের এশতাওল অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেহোভট শহরের কাছাকাছি মহাসড়কে ঘন ধোঁয়ার মধ্যে মানুষ হেঁটে যাচ্ছেন, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের সময় তিনজন দমকলকর্মী আহত হয়েছেন।

এশতাওলে স্থাপিত ফায়ার কমান্ড সেন্টারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সেখানে পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি উপস্থিত ছিলেন এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির যুক্তরাষ্ট্র থেকে ফোনে বৈঠকে অংশ নেন।

পুলিশ জানায়, কমিশনার লেভি রাতভর অভিযানের প্রস্তুতি নিতে বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সমস্ত সম্পদযেমন পুলিশ বিমান ইউনিটসহব্যবহার করে মহাসড়ক জনপদে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

ইসরায়েলি পত্রিকা মারিভ জানিয়েছে, কমিশনার লেভি জাতীয় পর্যায়ে ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকতে নির্দেশ দিয়েছেন, যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং বিস্তার রোধ করা যায়।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, জেরুজালেম তেলআভিভের মধ্যবর্তী অঞ্চলে আগুন নিয়ন্ত্রণেশিমশন’ (সুপার হারকিউলিস) বিমান মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি বিদেশি সহায়তা নেওয়ার প্রস্তুতির কথাও জানান, যাতে সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা যায়।

ইসরায়েলের আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বুধবার দেশজুড়ে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। পূর্বাভাসে বলা হয়েছিল, অনেক এলাকায় রেকর্ড উচ্চ তাপমাত্রা দেখা দিতে পারে, যা দাবানলের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে।


সূত্রঃ আনাদোলু এজেন্সি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.