× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েল যেভাবে গাজাকে শেষ করেছে, আমরাও ওদের শেষ করব- বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

ছবিঃ সংগৃহীত।

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতাবাসী বিতান অধিকারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। নিহতের মরদেহ গতকাল (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে বিমানবন্দরে ছড়িয়ে পড়ে শোক ক্ষোভ। সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।

বিতানের স্ত্রী সোহিনী অধিকারী স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। কোলে আড়াই বছরের সন্তান আর গলায় শোকের ভারএই দৃশ্য দেখে আবেগে ভেসে যান উপস্থিত অনেকে। শিশুটি তার বাবার নির্মম মৃত্যুর দৃশ্য চোখের সামনে প্রত্যক্ষ করেছে। শুভেন্দু অধিকারী নিজ হাতে শিশুটিকে কোলে নিয়ে তার মায়ের কথা শোনেন। কান্নারত অবস্থায় সোহিনী বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।

এই বক্তব্য শুনেই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, হিন্দু বলেই তাকে খুন করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। যেভাবে ইসরায়েল গাজাকে শেষ করেছে, ঠিক সেভাবেই আমরা ওদের শেষ করব।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ এপ্রিল), যখন কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় প্রাণ হারান কলকাতার বাসিন্দা বিতান অধিকারী।

জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করতেন। সম্প্রতি ছুটিতে দেশে এসে স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে যান। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.