ভারতে
সম্প্রতি পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মুসলিম সম্প্রদায়। শীর্ষ মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম
পার্সোনাল ল’ বোর্ড-এর
উদ্যোগে গতকাল (১৯ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয়
শহর হায়দরাবাদে আয়োজিত এক বিশাল প্রতিবাদ
কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন।
প্রতিবাদে
নেতৃত্ব দেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন
(এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দরাবাদের প্রভাবশালী সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। তিনি এই আইনকে ভারতের
সংবিধানের চেতনার বিরুদ্ধে আখ্যা দিয়ে বলেন, এই আইন বাতিল
করতেই হবে। এটি সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে এবং আমাদের মৌলিক নীতির পরিপন্থী।
আসাদউদ্দিন
ওয়াইসি আরও বলেন, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রতিবাদ আমাদের
ঐক্যের প্রতীক। আমরা কৃতজ্ঞ যে, বহু সংগঠন ও সাধারণ মানুষ
এতে অংশ নিয়েছেন। যতদিন না এই আইন
প্রত্যাহার করা হয়, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলবে দেশের বিভিন্ন প্রান্তে।
সংবাদমাধ্যম
টিআরটি ওয়ার্ল্ড আজ (২০ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে,
ওয়াকফ আইনের এই সংশোধনীর ফলে
অ-মুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে সহিংসতাও ছড়িয়েছে। পশ্চিমবঙ্গে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও
উত্তপ্ত করে তুলেছে।
বিরোধিতা
সত্ত্বেও সংশোধনীটি ভারতের সংসদের দুই কক্ষেই পাস হয়ে যায়। ইতোমধ্যে আইনটির বিরুদ্ধে ডজনখানেক পিটিশন ভারতের সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে। যদিও ভারত সরকার আদালতকে আশ্বস্ত করেছে, মে মাসে মামলার
পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত
ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের অন্তর্ভুক্ত
করা হবে না।
তবে
মুসলিম সম্প্রদায় ও বিরোধী রাজনৈতিক
দলগুলো মনে করছে, এ ধরনের আইন
সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব করছে এবং দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। অল ইন্ডিয়া মুসলিম
পার্সোনাল ল’ বোর্ডের আহ্বানে
এবং ওয়াইসির নেতৃত্বে এখন এই প্রতিবাদ সারা
ভারতব্যাপী শান্তিপূর্ণ গণআন্দোলনে রূপ নিচ্ছে।