× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ- যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ এপ্রিল ২০২৫, ১০:২৫ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের হাতেই নির্ভর করছেএমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, এবং সকল সমস্যার সমাধান নির্ভর করছে মানুষের কর্মকাণ্ডের ওপর।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

ব্রিফিংয়ের একপর্যায়ে উঠে আসে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও। প্রসঙ্গে ট্যামি ব্রুস বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের আদালত জারি করেছে, এবং এটি একান্তই স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বিষয়।

সাংবাদিকরা সাম্প্রতিক সময়ের বাংলাদেশে চলমান প্রতিবাদ, সহিংসতা, এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের ওপর হামলা নিয়ে প্রশ্ন তোলেন। এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে উগ্র ইসলামপন্থি সন্ত্রাসবাদের উদ্বেগজনক উত্থান ঘটছে। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার পরিচালনার সময়কালে ইসলামি চরমপন্থার বিস্তার ঘটেছে। প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি নাৎসি প্রতীক প্রদর্শন করছে এবং মার্কিন ব্র্যান্ড যেমন কেএফসি কোকাকোলার বিরুদ্ধে ইহুদি-বিরোধী প্রচারণা চালানো হচ্ছে।

বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্যামি ব্রুস বলেন, আমি আপনার উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এর সামনে কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। আমরা আগেও বহুবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে।

তিনি আরও বলেন, আপনারা যেসব ঘটনা তুলে ধরেছেনসেগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। এসব প্রতিবাদ বা অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের বিষয়। তবে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং এসব ইস্যু নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গে ট্যামি ব্রুস বলেন, এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ। তারা এখন অনেক চ্যালেঞ্জের মুখোমুখিআমরা বিভিন্ন প্রতিবেদনেও তা দেখেছি।

তিনি আরও বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রও গুরুত্বপূর্ণ। মানুষ কীভাবে কাজ করছে এবং কী সিদ্ধান্ত নিচ্ছেসেটাই নির্ধারণ করবে এই সংকটগুলোর মোকাবিলার পদ্ধতি। গত ২০-২৫ বছরে আমরা বহুবার দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে। এখন অনেক দেশের জন্য একটি স্পষ্ট পথ রয়েছেতারা কোন বিকল্প বেছে নেবে, সেটাই মুখ্য বিষয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.