× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা ইস্যুতে মিশর ও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন জর্ডানের রাজা

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল ২০২৫, ২০:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামীকাল (৭ এপ্রিল) কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে একটি বৈঠকে যোগ দেবেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ।

এ খবর জর্ডানের সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে আজ (৬ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আল-সিসির আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ইসরায়েল ঘোষণা দিয়েছে যে, তারা যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন একটি ‘নিরাপত্তা করিডর’ তৈরি করবে। ইতোমধ্যে তারা দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে ‘মোরাগ করিডর’ স্থাপন করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, এই করিডর গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার নতুন এই করিডরের কথা ঘোষণা করেন, এবং তিনি জানান, এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, মোরাগ ছিল একটি ইহুদি বসতি, যা রাফাহ ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু এও ইঙ্গিত দিয়েছেন যে, করিডরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ গাজার নতুন নিরাপত্তা করিডরে তাদের ৩৬তম ডিভিশনের সেনাদের মোতায়েন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.