× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিমসটেক আনুষ্ঠানিক নৈশভোজ; পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ এপ্রিল ২০২৫, ২০:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্যাংককের বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। তাদের একসঙ্গে বসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ (৩ এপ্রিল) সন্ধ্যায় ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করার পর ছবিটি আলোচনায় আসে। ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, ড. ইউনূস এবং নরেন্দ্র মোদি পাশাপাশি বসে আছেন।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেছেন, ছবিগুলো ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা হয়েছে।

এর আগে, বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। দুপুর ১২টার দিকে তিনি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই তাকে স্বাগত জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.