× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে মার্কিন হামলার হুমকি গ্রহণযোগ্য নয়- রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ এপ্রিল ২০২৫, ২০:৩৪ পিএম । আপডেটঃ ০৩ এপ্রিল ২০২৫, ২১:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাশিয়া, তার মিত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এবং সতর্ক করে দিয়েছে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বোমা হামলা হলে তা বিপর্যয়কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সাথে আলাপকালে এই হুঁশিয়ারি দেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন যে, যদি তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তিতে না পৌঁছায়, তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে। এই হুমকির পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারের প্রতি সম্মান জানিয়ে এই কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। 

মস্কোতে এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘‘পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য।’’ তিনি আরও বলেন, ‘‘বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার হুমকি অবশ্যম্ভাবীভাবে এক বিপর্যয়কর বৈশ্বিক পরিণতির দিকে নিয়ে যাবে, যা গ্রহণযোগ্য নয়।’’

পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা ইউরেনিয়ামের উচ্চ মজুতের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গড়ে তুলছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা শুধু বেসামরিক পারমাণবিক শক্তির জন্য কাজ করছে।

চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া এবং ইরান ‘‘ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’’ স্বাক্ষর করে। যদিও এই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা শর্ত নেই, তবে চুক্তির আওতায় যদি এক পক্ষ আক্রান্ত হয়, অন্য পক্ষ আক্রমণকারীকে সহায়তা করবে না।

ইরানের ওপর মার্কিন হামলার হুমকির নিন্দা জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি লাইফ ম্যাগাজিনকে বলেন, ইরানের ওপর হামলা হলে তা মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের সূচনা হতে পারে। তিনি আরও বলেন, ‘‘এই হামলার পরিণতি, বিশেষ করে যদি পারমাণবিক অবকাঠামোতে হামলা হয়, তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে।’’


সূত্রঃ রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.