মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করেছেন। তিনি তার বাণিজ্যিক অংশীদার দেশগুলোতে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, এবং কিছু দেশের ওপর অতিরিক্ত পাল্টা শুল্কও বসিয়েছেন।
ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের সবচেয়ে বড় শুল্কারোপের সিদ্ধান্ত। তিনি বলেছেন, “এই শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে নিয়ে আসবে এবং অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা থেকে বিরত রাখবে।”
চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করার পর, এবার আরও ৩৪ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর প্রায় ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে।
ট্রাম্প জানান, শুল্কের হার কমানোর জন্য পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে। তিনি বলেন, “যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনাকে আপনার পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে।”
যেসব দেশ ও অঞ্চলের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে: ইউরোপীয় ইউনিয়ন (২০ শতাংশ), চীন (৩৪ শতাংশ), জাপান (২৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৬ শতাংশ), তাইওয়ান (৩২ শতাংশ), ভারত (২৭ শতাংশ), সুইজারল্যান্ড (৩২ শতাংশ), থাইল্যান্ড (৩৭ শতাংশ) এবং মালয়েশিয়া (২৪ শতাংশ)।
সূত্র: নিউইয়র্ক টাইমস