× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ঘোষণা; এশিয়ার শেয়ারবাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ এপ্রিল ২০২৫, ১৪:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ১৮৫টি দেশ ও অঞ্চলের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে, এবং বিশ্ব বাণিজ্য ও সাপ্লাই চেইনে বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এশিয়ার দেশগুলো। ওয়াশিংটনের প্রধান বাণিজ্যিক অংশীদার চীন, জাপান, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ওপর ব্যাপক শুল্কারোপ করা হয়েছে, যার প্রভাব পড়েছে এসব দেশের শেয়ারবাজারে। 

জাপানের নিক্কেই সূচক ৪ দশমিক ৬ শতাংশ কমে গেছে, যা আট মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোরিয়া কম্পোজিট স্টক প্রাইস ইনডেক্স ৩৬ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে। চীনের শেয়ারবাজারও পতনের মুখে পড়েছে, এবং দেশটির মুদ্রা ইউয়ানের মূল্য সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

অর্থনীতিবিদ টিম হারকোর্ট মন্তব্য করেছেন, এই বাণিজ্যযুদ্ধে কেউই বিজয়ী হবে না। তিনি বলেন, "শুল্ক আরোপ করা এক ধরনের আত্মঘাতী পদক্ষেপ, যা ট্রাম্পের জনপ্রিয়তা কমাতে সাহায্য করবে এবং যুক্তরাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করবে।" তার মতে, এশিয়ার দেশগুলো শেষ পর্যন্ত বিচক্ষণতার পরিচয় দেবে, যার ফলে আসিয়ানের সঙ্গে উত্তর-পূর্ব এশিয়ার বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.