পবিত্র রমজান মাসের সমাপ্তির পর আজ ঈদুল ফিতর পালন করছে রাশিয়ান মুসলিমরা। মহিমান্বিত এই দিনে দেশটির মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (৩০ মার্চ) রাশিয়ার মুসলিমদের কেন্দ্রীয় আধ্যাত্মিক অধিদপ্তরের বরাতে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।
মুসলিমদের কেন্দ্রীয় আধ্যাত্মিক অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে পুতিনের চিঠির বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি মুসলিম সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করেছেন।
পুতিন চিঠিতে বলেন, "ঈদুল ফিতরের ছুটিতে আমি আপনাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের পর এই ঐতিহাসিক দিনটি আধ্যাত্মিক সমৃদ্ধি, দয়া ও করুণার প্রতীক।" তিনি রাশিয়ার জনগণ এবং আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলোর শিক্ষামূলক এবং দেশপ্রেমমূলক প্রকল্প ও উদ্যোগগুলোর ভূমিকাও উল্লেখ করেন।
এদিকে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।