× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুসলিমদের সঙ্গে ইফতার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ মার্চ ২০২৫, ১৬:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রমজান মাসে মুসলিমদের সম্মানে প্রথম ইফতার পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ আমেরিকান মুসলিম তাকে সমর্থন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, "মুসলিম সম্প্রদায় নভেম্বরে আমাদের জন্য ছিল। যারা আমাকে সমর্থন করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।"

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "মুসলিম সম্প্রদায়ের প্রতি আমার প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।" তিনি আরও যোগ করেন, "রমজান মাসে মুসলিমরা প্রতিদিন পরিবার ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে। আজ আমি নিজেও এই রীতি পালন করে ইফতার করবো।"

যুক্তরাষ্ট্রের মুসলিমরা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিয়ে থাকলেও, গত প্রেসিডেন্ট নির্বাচনে তারা ট্রাম্পের পক্ষে ভোট দেন। এর মূল কারণ ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতি সমর্থন, যা মুসলিমদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে সম্মত না হয়ে ইসরাইল গাজায় হামলা শুরু করে। চলতি মাসে যুদ্ধবিরতি ভেঙে হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় ট্রাম্প ইসরাইলের পাশে দাঁড়িয়ে দেশটিকে নতুন সামরিক সহায়তা সরবরাহের প্রস্তাব দেন। তিনি গাজার মালিকানা গ্রহণের এবং সেখানে বসবাসকারী প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার প্রস্তাবও করেছেন।

বৃহস্পতিবার রাতের ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকরা এবং দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে সিনেটর লিন্ডসে গ্রাহাম, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড, উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি বিশেষ দূত মরগান অর্টাগাসও উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.