× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ

২৭ মার্চ ২০২৫, ২১:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তিনি এই পদত্যাগ করেছেন। 

আজ (২৭ মার্চ) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কর্নেল হাইম কোহেন ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরকে চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ৭ অক্টোবর হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন এবং বলেছেন, "আমি ব্যর্থ।" তিনি আরও জানান, আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি।

চিঠিতে কোহেন ইসরায়েলের সাবেক সামরিক প্রধান লেফটেন্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তাকে পদোন্নতি না দেয়ার জন্য দায়ী ছিলেন তিনি। ৫ মার্চ, ওমরি মাহিয়াহকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে।

এদিকে, ৭ অক্টোবর সকালে গাজা ডিভিশনের ঘাঁটিতে নিজে অবস্থান করছিলেন কর্নেল কোহেন, যা রেইমের কাছে ছিল। একই দিনে, নিরিমের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় নিহত হন দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি, যার মৃতদেহ অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.