× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘খার্তুম পুরোপুরি স্বাধীন’- জেনারেল বুরহান

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ মার্চ ২০২৫, ১৫:০৮ পিএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৫, ১৫:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সুদানিজ সেনাপ্রধান আবদেল ফত্তাহ আল-বুরহান ঘোষণা করেছেন, “খার্তুম স্বাধীন,” এর কিছুক্ষণ পরই তার বাহিনী খার্তুম বিমানবন্দরটি পুনরুদ্ধার করেছে, যা প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর দখলে ছিল। 

গতকাল (২৬ মার্চ) প্রেসিডেন্ট প্যালেস থেকে আল-বুরহান বলেন, সরকারী বাহিনী শুক্রবার ওই প্যালেসটি দখল করার পর এটি তার প্রথমবারের মতো সেখানে উপস্থিতি ছিল। এটি SAF এবং প্রতিদ্বন্দ্বী RSF এর মধ্যে দুই বছরের দীর্ঘ সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। 

এর আগে, বুধবার, সেনারা খার্রতুম বিমানবন্দর আশেপাশের এলাকাগুলোকে ঘিরে ফেলেছিল, যা দুই বছরের সংঘর্ষের পর একটি গুরুত্বপূর্ণ মোড়। এই পরিস্থিতিতে RSF এর বাহিনী শহরের ওই অংশ থেকে একটি সেতু পার হয়ে পালিয়ে যায়। 

একটি সামরিক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানায়, SAF বাহিনী দক্ষিণ খার্রতুমের "জেবেল আওলিয়া" অঞ্চলের চারপাশে অবস্থান নিয়েছে, যা ছিল RSF এর শেষ বড় শক্তির জায়গা। নিরাপত্তা কারণে সূত্রটি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। 

এছাড়া, সেনাবাহিনী খার্রতুমের ব্লু নাইল নদী পার করা মানশিয়া সেতুর উভয় পাশও দখল করেছে, ফলে RSF এর নিয়ন্ত্রণে থাকা একমাত্র সেতু এখন জেবেল আওলিয়া সেতু, যা শহরের দক্ষিণে অবস্থিত। 

SAF, যা এপ্রিল ২০২৩ থেকে RSF এর বিরুদ্ধে যুদ্ধ করছে, এই সপ্তাহে রাজধানী খার্রতুম থেকে প্যারামিলিটারি বাহিনীকে তাড়ানোর জন্য একটি অভিযান শুরু করেছে। 

RSF যোদ্ধারা বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিল, যা খারটুমের সরকারি এবং ব্যবসায়িক এলাকা থেকে পূর্বে অবস্থিত। শহরের বিভিন্ন স্থানে, প্রত্যক্ষদর্শী ও কর্মী সূত্রে খবর পাওয়া যায় যে, RSF বাহিনী তাদের পূর্ববর্তী নিয়ন্ত্রণকৃত এলাকাগুলো থেকে দক্ষিণ দিকে পশ্চাদপসরণ করছে, প্রধানত জেবেল আওলিয়ার দিকে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, RSF তাদের বাহিনী খার্রতুমের দক্ষিণে অবস্থান করেছিল, যাতে তারা রাজধানী থেকে ওমদুরমান শহরে সেতুগুলোর মাধ্যমে নিরাপদে পিছু হটতে পারে।


সূত্রঃ আল জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.