× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের জনগণকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ মার্চ ২০২৫, ১৪:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই বিশেষ দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। 

তিনি বলেন, "বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় যুক্তরাষ্ট্র তাদের সমর্থন জানায়।" পাশাপাশি, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২৫ মার্চ প্রকাশিত এক প্রেস বিবৃতিতে রুবিও বলেন, "আজকের দিনে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের সময়, আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশিদের অভিনন্দন জানাই।" 

তিনি আরও বলেন, "এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্বাচনের সুযোগ দেবে।"

রুবিও আরো যোগ করেন, "বাংলাদেশের এই বিশেষ দিবস উপলক্ষ্যে, আমি বাংলাদেশের জনগণকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি যে, আমরা একসাথে কাজ করে আমাদের দুই দেশের নিরাপত্তা, শক্তি ও সমৃদ্ধি আরও বৃদ্ধি করবো।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.