× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়েমেনে মার্কিন হামলা পরিকল্পনার গোপন চ্যাটে ঢুকে পড়লেন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়েছে। এনক্রিপ্টেড চ্যাট অ্যাপসিগনাল’- যুক্তরাষ্ট্রের ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে একটি আলোচনা প্রকাশ পেয়েছে। যদিও এটি শত্রুদের হাতে পড়েনি, তবে ঘটনাটি সাংবাদিক জেফরি গোল্ডবার্গের নজরে আসে। সিএনএন নিউজ আজ (২৫ মার্চ) এক প্রতিবেদনে তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর হামলা পরিচালনা সমন্বয়ের জন্য খোলা একটি সরকারি কর্মকর্তাদের গ্রুপে এক জ্যেষ্ঠ সাংবাদিককে যুক্ত করেছিলেন। ওই সাংবাদিক ভুলক্রমে ব্যক্তিগত সিগন্যাল গ্রুপ চ্যাটে যুক্ত হন, যেখানে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইয়েমেনে সামরিক হামলার সমন্বয় করছিলেন।

এই গ্রুপে ছিলেনপ্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যান্যরা। গ্রুপে হামলার সময়সূচি, লক্ষ্যবস্তু এবং অস্ত্রের প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছিল, যা সাধারণত ক্লাসিফায়েড সরকারি ব্যবস্থায় সীমাবদ্ধ থাকার কথা।

'হুতি পিসি স্মল গ্রুপ' নামে পরিচিত গ্রুপ চ্যাটে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা দলের মূল সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ১৫ মার্চ, যখন ইয়েমেনের হুথি টার্গেটে মার্কিন হামলা শুরু হয়, তখন চ্যাট গ্রুপে মাইক ওয়াল্টজ লেখেন, “অসাধারণ কাজ!” এবং যুক্তরাষ্ট্রের পতাকা, একটি মুষ্টিবদ্ধ হাত আগুনের ইমোজি পাঠান। অন্য কর্মকর্তারাও এতে সাড়া দেন।

কিন্তু এই সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, এমন এক বহিরাগত যদি এই ধরনের সংবেদনশীল চ্যাটে অনুপ্রবেশ করতে পারে, তবে এটি প্রশাসনের বড় ধরনের ব্যর্থতা। আরও উদ্বেগের বিষয় হল, সরকার নির্ধারিত সুরক্ষিত যোগাযোগ চ্যানেল ব্যবহার না করা, যা গুপ্তচরবৃত্তি আইনের লঙ্ঘন হতে পারে।

বিষয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার মন্তব্য করেন, “এই প্রশাসন গোপন তথ্য ব্যবস্থাপনায় দায়িত্বহীন আচরণ করছে, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ক্রিস ডেলুজিও হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে তদন্ত দাবি করেছেন, তিনি বলেন, “এটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন, এবং দায়িত্বশীলদের জবাবদিহি করতে হবে।রিপাবলিকান নেতারাও ব্যাপারে সমালোচনা করেছেন। কংগ্রেসম্যান ডন বেকন বলেন, “ ধরনের তথ্য অনিরাপদ প্ল্যাটফর্মে শেয়ার করা উচিত হয়নি। রাশিয়া চীন অবশ্যই এসব মনিটর করছে।

এদিকে, ট্রাম্প এই বিষয়ে অজ্ঞতার ভান করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমি এই খবরের বিষয়ে কিছু জানতাম না।তবে হোয়াইট হাউস এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা টিম এবং মাইকেল ওয়াল্টজের পক্ষ থেকে সাফাই গিয়েছে। যদিও ওয়াশিংটনে গুঞ্জন রয়েছে যে, ঘটনায় উচ্চ পর্যায়ের পদত্যাগ আসতে পারে।

ঘটনার পর, ওই সাংবাদিকের গ্রুপে যুক্ত হওয়া অনিচ্ছাকৃত ছিল বলে জানানো হয়েছে। গ্রুপে যুক্ত হওয়ার পর এবং হামলার আগে বা পরে, তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়নি, এবং তিনি কীভাবে গ্রুপে যুক্ত হয়েছিলেন সে বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.