গাজায়
ইসরায়েলি বাহিনীর নৃশংসতা অব্যাহত রয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আর্থিক বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল
(২৩ মার্চ) সন্ধ্যায় তেলআবিব এই হামলা চালায়,
যখন ইসমাইল চিকিৎসা নিচ্ছিলেন। হামলায় তিনি ছাড়াও স্বাস্থ্যকর্মী সহ আরও পাঁচ ফিলিস্তিনি প্রাণ হারান।
ইসরায়েলের
প্রতিরক্ষামন্ত্রী জানান, রবিবার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুমকে সফলভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, ইসমাইল ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী, যিনি কিছু দিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত
হয়েছিলেন।
এদিকে,
গাজায় ইসরায়েলের চলমান আক্রমণে এখন হাসপাতালগুলোও টার্গেট হচ্ছে। সম্প্রতি গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ দেড় বছর ধরে চলা এই আক্রমণে ইতিমধ্যে
গাজার ৫০ হাজারেরও বেশি
মানুষ প্রাণ হারিয়েছে, এবং রোববার নিহতের সংখ্যা হালনাগাদ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত
করেছে।