× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মধ্যরাতে ইসরায়েলি হামলায় নারীসহ ১২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ মার্চ ২০২৫, ১১:১৫ এএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৫, ১১:১৬ এএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। আজ (২৪ মার্চ) ভোররাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তারা প্রাণ হারান। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আজ (২৪ মার্চ) ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে, গাজার খান ইউনিসে একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ছয়জন, দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় চারজন, এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুই নারী নিহত হয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, গাজার খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৩ হাজার ২৭৪ জন আহত হয়েছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বহু ফিলিস্তিনি রয়েছে, যাদের মৃত বলে ধরে নিয়ে গাজার সরকারি মিডিয়া জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.