যুক্তরাষ্ট্রের
৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন, যার মধ্যে আছেন হিলারি ক্লিনটন, কমালা হ্যারিস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনি ও অ্যাডাম কিনজিঞ্জার।
ব্রিটিশ
সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিবারের সদস্যসহ জো বাইডেনের নিরাপত্তা
ছাড়পত্রও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প এক বিবৃতিতে বলেন,
"জাতীয় স্বার্থে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিম্নলিখিত ব্যক্তিদের
রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশের আর কোনো অধিকার
থাকবে না।"
এছাড়া,
প্রথম ট্রাম্প প্রশাসনের রাশিয়া বিষয়ক উপদেষ্টা ফিওনা হিলসহ আরো অনেকের নাম রয়েছে এই তালিকায়। এর
মধ্যে রয়েছেন জেক সুলিভান, লিসা মোনাকো, মার্ক জাইদ, নরম্যান আইজেন, লেটিটিয়া জেমস, অ্যালভিন ব্র্যাগ, অ্যান্ড্রু ওয়েসম্যান, আলেক্সান্ডার ভিন্দম্যান এবং আরো অনেকে।
এদিকে,
ট্রাম্প এর আগে ২০২০
সালের নির্বাচনে বাইডেনের পক্ষে কাজ করার অভিযোগে চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন।