× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরিয়ার অর্থনৈতিক খাত থেকে ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার শাসক বাশার আল আসাদের শাসনকালে দীর্ঘকালীন গৃহযুদ্ধের কারণে দেশটির জ্বালানি, পরিবহণ এবং ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়ে। দেশটির নতুন নেতৃত্ব এই খাতগুলোর পুনর্গঠন করতে চাইলে পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানায়। তবে দামেস্কের নতুন ইসলামপন্থি শাসকদের অন্তর্ভুক্তিমূলক সরকার গড়ার বিষয়ে স্পষ্ট কোনো পদক্ষেপ না দেখা পর্যন্ত ইউরোপ ও অন্যান্য পরাশক্তি দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়নি। অবশেষে, ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা সেই নিষেধাজ্ঞাগুলি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.