× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সম্ভাবনা আবারও বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা ফের বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি প্রস্তাব করেছিলেন যে, ইউক্রেন ন্যাটোতে সদস্যপদ পেলে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত। তার এই প্রস্তাবের পর যুক্তরাষ্ট্র এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সোমবার ইউক্রেনের ন্যাটোতে প্রবেশের সম্ভাবনা প্রত্যাখ্যান করেন। যদিও জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার বিনিময়ে প্রেসিডেন্টের পদ ছাড়ার কথা বলেছিলেন, ওয়াল্টজ এই বিষয়ে কোনো সম্ভাবনা দেখেননি।

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, “আমি এমন কিছু দেখছি না, যা ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার পর মার্কিন সৈন্যদের তাদের প্রতিরক্ষা করতে বাধ্য করবে।তিনি আরও বলেন, ন্যাটোর আর্টিকেল ফাইভযা পারস্পরিক প্রতিরক্ষা সম্পর্কিতএর আওতায় ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি মোতায়েনের কোন সম্ভাবনা নেই।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরস্বৈরশাসকমন্তব্যের পর বলেছিলেন, “যদি আমাকে এই পদ থেকে সরে যেতে বলা হয়, তাহলে আমি প্রস্তুত। ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পেলে আমি পদত্যাগ করতে পারি।

অন্যদিকে, ওয়াল্টজ আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ সম্পদের উৎপাদনে একটি চুক্তিখুব অল্প সময়ের মধ্যেসম্পন্ন হবে, যা যুক্তরাষ্ট্রের ইউক্রেনে বিনিয়োগের প্রতি তার প্রতিশ্রুতি নির্দেশ করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.