× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটারকে ঘুষি; যুক্তরাজ্যে এমপির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাজ্যের এমপি মাইক অ্যামসবারিকে ভোটারকে ঘুষি মারার দায়ে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। চেশায়ারে এক তর্ক-বিতর্কের সময় ৫৫ বছর বয়সী এই এমপি ৪৫ বছর বয়সী পল ফেলোস নামের এক ব্যক্তিকে রাস্তায় ঘুষি মেরে মাটিতে ফেলে দেন।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানিয়েছে, মাইক অ্যামসবারি এই ঘটনাটি স্বীকার করেছেন এবং পরে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৯ সালের ২৬ অক্টোবর ফ্রডশামে এই ঘটনাটি ঘটে। তখনকার লেবার পার্টির এমপি মাইক অ্যামসবারি নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে ওই ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান এবং একপর্যায়ে তাকে ঘুষি মারেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে।

ঘটনার পর অ্যামসবারিকে লেবার পার্টি থেকে বহিষ্কার করা হয়। পরে ভুক্তভোগী পল ফেলোস আদালতে মামলা দায়ের করেন। আদালতে মাইক অ্যামসবারি তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান এবং ঘটনাটিকে "দুঃখজনক" হিসেবে বর্ণনা করেন।

চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ট্যান ইকরাম বলেন, “অ্যামসবারি তার ক্রোধ এবং মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে এই কাজ করেছেন।সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়, এবং আপিলের অপেক্ষায় থাকা অবস্থায় জামিনের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। বিচারক আরও বলেন, “অ্যামসবারি মাটিতে পড়ে থাকা ফেলোসকে ঘুষি মারতে থাকেন, যা আরও গুরুতর অপরাধ।

অ্যামসবারির আচরণকে অগ্রহণযোগ্য এবং দৃষ্টান্তমূলক হিসেবে উল্লেখ করে বিচারক বলেন, “একজন পথচারী না এলে এটি আরও অব্যাহত থাকতে পারত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.