পাকিস্তানের
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের
দেরা গাজী খান এলাকায় এক জনসভায় মন্তব্য
করেন যে, ভারতকে অর্থনৈতিক এবং উন্নয়নের দিক দিয়ে পেছাতে না পারলে তার
নাম শেহবাজ শরীফ থাকবে না।
তিনি
বলেন, "পাকিস্তানের পরিস্থিতি ভালো করার জন্য আমরা দিনরাত কাজ করব। আল্লাহ আমাদের দেশকে রহমত দান করবেন।" এরপর তিনি থেমে গিয়ে বলেন, "যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান ভারতকে উন্নয়ন ও অগ্রগতিতে পেছনে
না ফেলতে পারে, তবে আমার নাম শেহবাজ শরীফ থাকবে না।"
জনসভায়
শেহবাজ শরীফ বেশ উদ্দীপ্ত ও উত্তেজিত ছিলেন।
তিনি টেবিল চাপড়ে এবং হাত ঝাঁকিয়ে তার বক্তব্য দেন। এর পর তিনি
তার বড় ভাই ও
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রসঙ্গও তোলেন। শেহবাজ জানান, তারা দুই ভাই মিলে পাকিস্তানের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি বলেন, "আমি নওয়াজ শরীফের ভক্ত এবং অনুসারী। আজ আমি তার
নামে শপথ করছি যে যতদিন আমার
শক্তি থাকবে, আমরা একসঙ্গে কাজ করব পাকিস্তানকে উন্নতির শিখরে নিয়ে যেতে এবং ভারতকে হারাতে।"
তার
এই বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে বেশিরভাগ মানুষই শেহবাজের প্রতি সমালোচনা জানিয়েছেন। অনেকের মতে, শেহবাজ বড় বড় প্রতিশ্রুতি
দেন কিন্তু কাজ করেন না।
২০২২
সালে ইমরান খানকে আস্থাভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর প্রথমবার প্রধানমন্ত্রী
হন শেহবাজ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবারও তিনি ক্ষমতায় আসেন।