× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও ফিরছে তালেবানের বন্ধ করা আফগান নারীদের ‘রেডিও বেগম'

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

অফিশিয়াল অনুমোদন না নিয়ে কন্টেন্ট সরবরাহ এবং লাইসেন্সের ভুল ব্যবহারের অভিযোগে আফগানিস্তানের নারীদের জন্য বিশেষ রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ এর কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর পুনরায় স্টেশনটি চালুর অনুমতি দিয়েছে তালেবান সরকার। আজ (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ স্টেশনটি অফিসিয়ালি যাত্রা শুরু করেছিল। তবে মাত্র পাঁচ মাস পর তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করলে, রেডিও স্টেশনটি তাদের সম্প্রচার অব্যাহত রাখে। কিছু দিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ এবং ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে তালেবান সরকার স্টেশনটির সম্প্রচার বন্ধ করে দেয়।

তবে স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায় যে, ‘রেডিও বেগম’ বারবার তাদের কার্যক্রম পুনরায় শুরু করার অনুরোধ জানায় এবং শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেয়ার পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তালেবান সরকার ঠিক কী শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

উল্লেখ্য, ‘রেডিও বেগম’ স্টেশনটির কন্টেন্ট পুরোপুরি আফগান নারীদের দ্বারা প্রযোজিত এবং এর সহযোগী স্যাটেলাইট চ্যানেল ফ্রান্স থেকে পরিচালিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.