বাংলাদেশের
অজ্ঞাত একটি ফার্মকে ২ কোটি ৯০
লাখ ডলার দেওয়ার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে
কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) শেষে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য এই অর্থ দেওয়া
হয়েছে, যার উদ্দেশ্য উগ্র বামপন্থি কমিউনিস্টদের ক্ষমতায় আনা।
ট্রাম্প
বলেন, "২৯ মিলিয়ন ডলার
বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালী করতে ও তাদের সহায়তা
করতে পাঠানো হয়েছে, যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারেন।"
এছাড়া,
গত শুক্রবার ওয়াশিংটনে গভর্নরদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি
আরও বলেন, "বাংলাদেশের যে ফার্মকে ২
কোটি ৯০ লাখ ডলার
দেওয়া হয়েছে, সেটিতে মাত্র দুজন মানুষ কাজ করে।" ট্রাম্পের এই মন্তব্য দেশে
তুমুল আলোচনা সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, "একটি অখ্যাত সংস্থা ২৯ মিলিয়ন ডলার
পেয়েছে, যেটির নাম কেউ শোনেনি। তারা চেক পেয়েছে। আমি মনে করি তারা খুবই খুশি এবং কয়েকদিন পর বড় ম্যাগাজিনে
তাদের ছবি প্রকাশ হবে।"
ট্রাম্প
আরও বলেন, "এটি কী ধরনের রাজনৈতিক
পরিমণ্ডল শক্তিশালীকরণ? কেউ জানে না এর মানে
কী।"
এছাড়া,
তিনি ভারত নিয়েও মন্তব্য করেন। ট্রাম্প আবারও দাবি করেন যে, ইউএসএইড ভারতে নির্বাচনী সহায়তা প্রদান করেছে। তবে তিনি প্রশ্ন তোলেন, "ভারত কেন তারা সহায়তা করবে, যেখানে ভারত তাদের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছে?"