যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে একটি ই-মেইল পাঠিয়েছে, যাতে তাদের আগের সপ্তাহের কাজের বিস্তারিত বিবরণ প্রদান করতে বলা হয়েছে। এই ই-মেইলটি শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠানো হয় এবং কর্মচারীদের ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ সোমবার রাত ১১:৫৯ মিনিটের মধ্যে জবাব দিতে হবে। অন্যথায়, তাদের চাকরি হারানোর ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-এর অধীনে নেওয়া হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন টেসলার সিইও এবং এক্স-এর মালিক, বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এই ই-মেইল পাঠানো হয়। ই-মেইলে বলা হয়েছে, কর্মচারী যদি অনুরোধ করা তথ্য প্রদান না করেন, তবে সেটি পদত্যাগ হিসেবে গন্য হবে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মাস্ককে আরও আক্রমণাত্মক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, তবে আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই।” এছাড়া, ট্রাম্প আরও জানান, “যুক্তরাষ্ট্রকে বাঁচানোর জন্য চূড়ান্ত লক্ষ্য হচ্ছে— যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় করা।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল কর্মচারীদের কাছে পাঠানো ই-মেইলটি তারা দেখেছে। ই-মেইলে কর্মচারীদের পাঁচটি ভাগে তাদের গত সপ্তাহের কাজের সারাংশ উল্লেখ করে দিতে বলা হয়েছে এবং এর অনুলিপি তাদের ব্যবস্থাপকদেরও প্রদান করতে হবে।