× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাস্ককে 'আরও আক্রমণাত্মক' হতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং টেসলার সিইও এক্স-এর মালিক ইলন মাস্ককে তার কাজেআরও আক্রমণাত্মক' হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইলন মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন। গত মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প নতুন এই দপ্তরটি গঠন করেন।

আজ (২৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ট্রাম্প ইলন মাস্ককে তার কাজের ক্ষেত্রে "আরও আক্রমণাত্মক" হওয়ার পরামর্শ দেন। এটি সম্ভবত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাসের লক্ষ্যে ডিওজিইতে মাস্কের ভূমিকার সঙ্গে সম্পর্কিত।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল- ট্রাম্প লিখেছেন, “ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, তবে আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই।তিনি আরও জানান, “যুক্তরাষ্ট্রকে বাঁচানোর জন্য চূড়ান্ত লক্ষ্য হচ্ছেযুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় করে তোলা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.