× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এ সপ্তাহেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটতে পারে- হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ এএম

ছবিঃ সংগৃহীত।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটাতে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন যে তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসান এই সপ্তাহে হতে পারে।

লেভিট সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে গভীর মনোযোগী।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনা বিষয়ে শক্তিশালী কোনো অবস্থান নেই এবং তাকে আন্তর্জাতিক শান্তি আলোচনা থেকে দূরে রাখা উচিত।

লেভিট আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এই সপ্তাহে একটি চুক্তি প্রাপ্তির জন্য দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ নিয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.