সুইডেনের
একটি স্কুলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত
হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল
(৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী তাদের পরিচিত ছিল না। ধারণা করা হচ্ছে, সে একাই এই
ঘটনা ঘটিয়েছে।
আহতদের
মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে।
পুলিশ
ঘটনাটিকে খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখছে। হামলার পর স্কুলটি থেকে
লোকজনকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
এ
ঘটনার পর সুইডেনের রাজা
কার্ল ষোড়শ গুস্তাফ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেছেন, সুইডেনের জন্য আজ এক বেদনাদায়ক
দিন।