ক্ষমতায় এসেই
যুক্তরাষ্ট্রে টিকটককে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচালেন ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় কনটেন্ট
শেয়ারিং অ্যাপটি যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়ন ইউজারদের জন্য আবারো তাদের কার্যক্রম শুরু
করেছে।
সাবেক প্রেসিডেন্ট
জো বাইডেনের ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট'
বিল পাস হলে গত শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চীন মালিকানাধীন এই অ্যাপটি তাদের কার্যক্রম
বন্ধ করে দেয়।
মূলত টিকটকের
মাদার কোম্পানি বাইটড্যান্সের কাছে প্রস্তাব দেওয়া হয় টিকটককে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন
কোনো কোম্পানির কাছে বিক্রি করতে নতুবা যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা গোটাতে হবে।
পরে রোববার
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন,
“আমি চাইব এই অ্যাপটির ৫০ শতাংশ মালিকানা যেন যুক্তরাষ্ট্রের হাতে থাকে।”তিনি
আরও বলেন, টিকটক নিষেধাজ্ঞা ৯০ দিন পেছাতে দায়িত্ব গ্রহণের পর নির্বাহী আদেশ দেবেন
তিনি।
ট্রাম্পের
এই ঘোষণার পর রোববার এক বার্তায় অ্যাপটির পক্ষ থেকে বলা হয়, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে
আন্তরিক ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি। তাদের মধ্যে ক্ষুদ্র
ব্যবসায়ী ও উদ্যেক্তা রয়েছেন ৭০ লাখেরও বেশি। টিকটক বন্ধ হয়ে গেলে তারা সবচেয়ে বেশি
ক্ষতিগ্রস্ত হতেন। আমরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী।”
আশা করা যাচ্ছে
টিকটকের সিইও শো জি চিউ আজ (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে
উপস্থিত থাকবেন।
সূত্রঃ বিবিসি, দ্য গার্ডিয়ান