× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ‘টর্নেডো দাবানলের’ আশঙ্কায় যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত

গত ৭ জানুয়ারি থেকে টানা নয় দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলস। এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী দাবানল।

এখন পর্যন্ত এই দাবানলে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। 


এদিকে, স্থানীয় সময় গত বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর মধ্যেই ‘আগুনের টর্নেডো’ হতে পারে।


গত ৭ জানুয়ারি শুরু হওয়া লস অ্যাঞ্জেলসের দাবানল পরে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে ছোট-বড় প্রায় ১২টি দাবানলের ঘটনা ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বিলাসবহুল বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।


এছাড়া প্যালিসেডসের ৪০ কিলোমিটার পূর্বে আলটাডেনা এলাকার ইটনে পুড়ে গেছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই দুই এলাকায় এখনও ৪০ হাজার একর জমি জ্বলছে।


এমন পরিস্থিতিতে ‘সান্তা অ্যানা’ নামে ঝড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের এক বার্তায় বলা হয়েছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এই দুইয়ে মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন করে আরও ভয়াবহ দাবানল।


আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় ‘আগুন টর্নেডো’ সৃষ্টির আশঙ্কা রয়েছে।


সূত্র: এপিএএফপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.