এবার টিউলিপ সিদ্দিককে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যাক্তি ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন মাস্ক বলেন, ‘লেবার সরকারের শিশুকল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।’
টিউলিপের পদত্যাগ-সংক্রান্ত মারিও নওফল নামের একজন ‘এক্স’ (সাবেক টুইটার) ব্যবহারকারীর পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে নিজের এই মতামতটি জানিয়েছেন মাস্ক।
গত (১৪ জানুয়ারি) দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন টিউলিপ। তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব তার উপরই ছিল।