পাকিস্তান,
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায়। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ
বিভাগ (আইএসপিআর) জানিয়েছে দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা
হয়েছে।
গতকাল (১৪
জানুয়ারি) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদরদপ্তরে পাকিস্তানের
সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল
স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসানের। আইএসপিআরের বিবৃতি
অনুসারে, সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে, বাংলাদেশ এবং পাকিস্তান
ভাতৃপ্রতিম দেশ এবং বহিঃস্থ শক্তির প্রভাব
থাকা সত্ত্বেও দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে।