× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জমজমের পানির নামে ট্যাপের পানি বিক্রি; আয় ৩০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ জানুয়ারি ২০২৫, ১৯:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মক্কার পবিত্র জমজমের কূপের পানির নামে ট্যাপের পানি বোতলজাত করে তাতে 'জমজমের পানি' লেবেল লাগিয়ে পবিত্র পানি বলে প্রচার করে এক প্রতারক প্রায় ৯ কোটি লিরা আয় করেছেন যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ কোটি টাকার সমান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ্মাধ্যম গালফ নিউজের তথ্যমতে তাকে গ্রেপ্তার করেছে তুরস্ক পুলিশ।

তদন্তে জানা গেছে, বিলাল নামের ওই ব্যক্তি প্রতিদিন প্রায় ২০ টন পানি বিক্রি করতেন। গত পাঁচ মাস ধরে তিনি এই প্রতারণা চালিয়ে আসছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তুরস্কে জমজমের পানি বলে যে পানি বিক্রি হয়, তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানার একটি ওয়্যারহাউজ থেকে সরবরাহ করা হতো।

বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার লিটার ভুয়া জমজমের পানি উদ্ধার করেছে। এই পানির বোতলগুলো বিভিন্ন আকারের এবং গায়ে আরবি লেখা, যা দেখে মনে হয় এগুলো সৌদি আরব থেকে আনা হয়েছে।

তবে কয়েকজন বিক্রেতার দাবি, এসব পানির কিছু অংশ জমজমের পানি, আর তাতে সামান্য পরিমাণ ট্যাপের পানি মেশানো হয়েছে। তারা আরও বলেছেন, এই বিষয়ে ক্রেতারা কোনো অভিযোগ করেনি।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.