× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ ভালো ফল আনবে না: ভারতীয় সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট।

১৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৮ পিএম

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না এবং বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।


সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, এবং দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সব সময় একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।


তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব দিকে ছোট একটি অংশ ব্যতীত পুরো সীমান্তজুড়েই ভারত রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে আমার কথা হয়েছিল। সর্বশেষ, গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে।


ভারতীয় সেনাপ্রধান আরও জানান, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কে কোনো সমস্যা নেই। রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা তখনই সম্ভব, যখন নির্বাচিত সরকার দায়িত্বে থাকবে।


তিনি বলেন, সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশের এনডিসিতে যোগ দিচ্ছেন এবং কোনো সমস্যা নেই। তবে, যৌথ মহড়া সাময়িকভাবে স্থগিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলেই মহড়া আবার শুরু হবে।


সূত্র: ইন্ডিয়া টুডে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.