× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের মাদুরোর গ্রেপ্তারে

ডেস্ক রিপোর্ট।

১২ জানুয়ারি ২০২৫, ০০:৩৬ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের তথ্য দেওয়ার জন্য আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা করেছে। মাদুরো ১০ জানুয়ারি তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং এই দিনেই বাইডেন প্রশাসন পুরস্কারের ঘোষণা দেয়।


মাদুরো শপথ অনুষ্ঠানে ১২৫টি দেশের প্রায় ২ হাজার অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবার প্রেসিডেন্ট দিয়াজ কানেল, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা এবং রাশিয়ার পার্লামেন্টের স্পিকার বিচেস্ল্যাভ ভলোদিন উল্লেখযোগ্য। শপথ নেওয়ার পর মাদুরো বলেন, তার নতুন মেয়াদ হবে শান্তি, সমৃদ্ধি, সমতা এবং নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার সময়কাল। তিনি দেশের সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন।


ভেনেজুয়েলায় গত বছরের জুলাইয়ের নির্বাচনে মাদুরো জয়ী হলেও পশ্চিমা দেশগুলোর মতে, ভোট গ্রহণযোগ্য হয়নি। এর ফলে মাদুরোর শপথের দিন মাদক পাচারের অভিযোগে তার গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।


নিকোলাস মাদুরো ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তবে বাইডেন প্রশাসন তাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তার পদত্যাগ দাবি করেছে। যুক্তরাষ্ট্রের মতে, নির্বাসিত নেতা এদমুন্ডো গনসালেসকে দেশের নেতৃত্বে আসা উচিত। গনসালেস সম্প্রতি ওয়াশিংটনে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে গনসালেসের কাছে পরাজিত হওয়ার পরও মাদুরো ক্ষমতায় আছেন বলে অভিযোগ উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.