× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ রাজ্যে জরুরি অবস্থা, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়

০৬ জানুয়ারি ২০২৫, ২০:০৬ পিএম

৭ রাজ্যে জরুরি অবস্থা, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে ৭টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে দেশটির ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে।

সোমবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তুষারঝড়ের প্রভাবে ভয়াবহ ঠান্ডায় তাপমাত্রা রেকর্ড পরিমাণ নেমে গেছে।

২,০০০-এরও বেশি ফ্লাইট বিলম্বিত, কমপক্ষে ১,৫০০ ফ্লাইট বাতিল।

ওয়াশিংটনে ভারি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঝড়ের গতিপথ ও পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি আটলান্টিক মহাসাগর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে ধেয়ে আসছে। এটি এক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত এবং তীব্র ঠান্ডা নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানার পর পূর্ব দিকে অগ্রসর হবে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.