× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক দুর্ঘটনার শিকার সানা গাঙ্গুলী

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ জানুয়ারি ২০২৫, ১৩:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী কন্যা সানা গাঙ্গুলী গতকাল (৩ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার ডায়মন্ড হারবার সড়কে দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি বাস এসে সানার গাড়িতে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবর, একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন সানা। দুর্ঘটনার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সানার গাড়িতে। এক পর্যায়ে থেমে যায় গাড়িটি। তবে ভেতরে থাকা সানার ক্ষতি না হলেও গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক করা হয় বাসের চালককে। সঙ্গে সঙ্গে সানাকে উদ্ধার করা হয়। তার মানসিক অবস্থা যেমন, তাতে তাকে ভয়মুক্ত করে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।

এই দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট তৈরি হয়।

সৌরভকন্যা সানা এই মুহূর্তে বেশিরভাগ সময় থাকেন লন্ডনে। সেখানেই তার পড়াশোনা এবং কর্মজীবন। সঙ্গে বেশিরভাগ সময় থাকেন মা ডোনা গাঙ্গুলী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.