পাকিস্তানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। দেশটির সিন্ধ প্রদেশের মোরো শহরের কাছে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এবং পাঞ্জাবের অ্যাটক জেলায় একটি বাস উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এপি জানিয়েছে, কর্তৃপক্ষ দুটি দুর্ঘটনার জন্যই চালকদের গাফিলতিকে দায়ী করেছে।
এপি জানায়,সোমবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া সিন্ধু প্রদেশের নৌশহরো ফিরোজ জেলায় মহাসড়কে একটি যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন।
অপরদিকে, পাঞ্জাব প্রদেশের ফাতেহ জাং শহরে বাস দুর্ঘটনায় সাত যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ। বাসটি বাহাওয়ালপুর শহর থেকে ইসলামাবাদ যাচ্ছিল।
চলতি মাসের শুরুর দিকে বাহাওয়ালপুরের উচ শরীফ রোডের নবীপুর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির ঘনিষ্ঠ আত্মীয় সাবেক এমএনএ মাখদুম আলী হাসান গিলানি।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। সেখানে সড়ক ও মহাসড়কের রক্ষণাবেক্ষণ খুবই কম। এছাড়া ট্রাফিক আইনও ব্যাপকভাবে অমান্য করা হয়।