× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল, ৫ হাজার পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের কুল্লু জেলায় ব্যাপক তুষারপাতের কারণে আটকে পড়া ৫ হাজার পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল (২৭ ডিসেম্বর) জেলার সোলাং নালায় এই ঘটনা ঘটেছে

গতকাল (২৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুল্লু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার ভোর বেলা থেকে তুষারপাত শুরু হওয়ায় সোলং নালা এলাকার মহাসড়কে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায় প্রায় ১ হাজার গাড়ি ও বেশ কয়েকটি বাস। মূলত অতিরক্ত ঠান্ডার কারণেই এসব গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল।

ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সেসব গাড়ি-বাস থেকে ৫ হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। এখন গাড়িগুলো সরানোর চেষ্টা চলছে।

কুল্লুতে ভারী তুষারপাত চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়াগত পরিস্থিতি এমনই থাকবে, জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল ঠান্ডার হাত থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। লাহুল-স্পিতি, চম্বা, কাংরা, শিমলার মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে। আগামী কয়েক দিনে সমতলেও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসনও।

প্রসঙ্গত, হিমাচলের বিভিন্ন অংশে গত বড়দিন থেকে তুষারপাত শুরু হয়েছে । এর মধ্যে রাজধানী সিমলাসহ ৬ জেলায় ভারি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ জেলাগুলো হলো লাহাউল-স্পিতি, চাম্বা, কাঙ্গরা, কুল্লু এবং কিন্নাউর।


সূত্র : এনডিটিভি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.