× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাস্কের 'মস্তিষ্ক চিপ' ট্রায়ালে ৬ রোগী খুঁজছে কানাডার নিউরোসার্জনরা

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ নভেম্বর ২০২৪, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

অতি সম্প্রতি কানাডায় ইলন মাস্কের প্রতিষ্ঠিত নিউরালিংক তাদের নির্মিত 'ব্রেইন চিপ' এর প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য কানাডা সরকারের অনুমতি পেয়েছে। কানাডার নিউরোসার্জনরা এবার এই  ট্রায়ালের জন্য উপযোগী ৬ জন রোগীকে খুঁজছে যারা পক্ষাঘাতগ্রস্ত অথবা স্পাইনাল কর্ডের ইনজুরিতে ভুগছেন এবং শারীরিক চলাচলে অক্ষম।

এই ট্রায়ালটির নামকরণ করা হয়েছে কানাডা প্রাইম বা সংক্ষেপে ক্যান-প্রাইম যার মাধ্যমে নিউরালিংকের এই 'মস্তিষ্ক চিপ' টির সক্ষমতা এবং এটি কতটুকু নিরাপদ তা নিরীক্ষা করা হবে।

এই ট্রায়ালটি সফলভাবে পরিচালনার লক্ষ্যে নিউরালিংকের কিছু পরিচালক মিলে বছরখানেক আগেই টরন্টোভিত্তিক স্বাস্থ্য প্রতিষ্ঠান ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের এক নিউরোসার্জন আন্দ্রে লোজানো'র সঙ্গে যোগাযোগ করে। আন্দ্রে লোজানো'র ব্রেইন ইমপ্ল্যান্ট সংক্রান্ত সার্জারীর বিশদ পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে তাকে এই অভূতপূর্ব কাজে নিয়োগ দিয়েছে ট্রায়াল টিম।

ক্যান-প্রাইম ট্রায়ালে একটি ২টন রোবট ব্যবহার করা হবে যেটি মস্তিষ্কে ৬৪টি ইলেক্ট্রোড স্থাপন করবে। যেগুলোর মাধ্যমে মস্তিষ্ক থেকে সরাসরি অচল অঙ্গ-প্রত্যঙ্গ গুলোতে সিগন্যাল পৌঁছে যাবে। এর মাধ্যমে রোগী চিন্তা করার মাধ্যমে তার অচল অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াতে সক্ষম হবেন।

এ ব্যাপারে আন্দ্রে লোজানো বলেছেন, এই সার্জারী নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে এটি সংক্রান্ত কোন তত্ত্ব-উপাত্ত আমরা কোনো কাজে ব্যবহার করব না। এটা নিউরালিংকের বিষয়।

তিনি আরও বলেন, এই অস্ত্রোপচারে মস্তিষ্কে রক্তক্ষরণ, ইনফেকশন, মস্তিষ্কের ভেতর বসানো  ক্ষুদ্রাতিক্ষুদ্র তার ভেঙে যাওয়া ইত্যাদি মারাত্মক ঝুঁকি রয়েছে।

 

সূত্র -রয়টার্স  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.