ইসরায়েলী
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের
বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আজ (২১ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত
আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এ সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছেন।
বিবৃতিতে
জানানো হয়, ২০১৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত ঘটানো যাবতীয় যুদ্ধাপরাধ
ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং গ্যালান্টকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক
অপরাধ আদালতের ওই বিবৃতিতে আরও জানানো হয়, এটা বিশ্বাস করার 'যুক্তিসঙ্গত ভিত্তি' রয়েছে
যে, গ্যালান্ট ও নেতানিয়াহু 'ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের
বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন।' যেমন: খাদ্য, পানি, ওষুধ এবং
চিকিৎসা সরবরাহ, পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ।
ইসরায়েল আন্তর্জাতিক
অপরাধ আদালতের সদস্যভুক্ত নয়। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা আইসিসির প্রসিকিউটরের
অভিযোগকে তিনি 'অপমানজনক' এবং দেশটির সামরিকবাহিনী ও সমগ্র ইসরায়েলের প্রতি একপাক্ষিক
আক্রমণ হিসেবে উল্লেখ করেন।
কিন্তু আইসিসি
আজ (২১ নভেম্বর) জানিয়েছেন যে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার ব্যবস্থার ওপর
সন্তুষ্ট কি না তা দেখার বিষয় নয়।
সূত্রঃ আল-জাজিরা।