× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুরি করতে গিয়ে বইয়ের নেশায় মগ্ন; সকালেই ধরা!

১৭ নভেম্বর ২০২৪, ২১:১৩ পিএম

প্রতীকী ছবি

চুরি করতে গিয়ে বই পড়ায় মগ্ন হয়ে যায় ইতালীয় এক চোর। বইয়ের আকর্ষনে সে ভুলে যায় ঠিক কি করতে এসেছে। ইতালির রাজধানী রোমে এক চোরের চুরি করতে গিয়ে বই পড়ায় বুঁদ হয়ে যাওয়ার কাহিনি অনেক আলোচনার সৃষ্টি করেছে। রোমের প্রাতি জেলার ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে বারান্দা দিয়ে একটি ফ্ল্যাটে ঢুকেছিল। কিন্তু সে ফ্ল্যাটে ঢুকার পর হোমারের লেখা ‘ইলিয়াড’ বইটি তার নজরে পড়ে।

এরপর চুরির উদ্দেশ্য ভুলে গিয়ে সে বই পড়তে বসে যায়। ফ্ল্যাটের মালিক ঘুম থেকে উঠে চোরকে বই পড়ায় বুঁদ হয়ে থাকতে দেখে কিংকর্তব্যবিমূড় অবস্থায় পড়েন। তারপর তিনি চোরকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেন। 

এমন অদ্ভূত খবর শুনে বইটির লেখক জিওভান্নি নুচ্চি অভিভূত হয়ে বইয়ের একটি অনুলিপি চোরকে দিতে চান, যাতে সে বইয়ের বাকি অংশটুকু পড়ে শেষ করতে পারে। তিনি বলেন, ‘এটি অদ্ভুত হলেও মানবতার একটি উজ্জ্বল দিক প্রতিফলিত করেছে।‘ 

গ্রেপ্তারের পর চোরটি পুলিশকে জানায়, সে তার পরিচিত একজনের সঙ্গে দেখা করআর জন্য ভবন বেয়ে ওপরে উঠেছে। সে বলে, ভেবেছিলাম, সেখানে এক রাত থেকেই চলে যাব। কিন্তু বইটি চোখে পড়তেই পড়ার লোভ সামলাতে পারিনি। তাই সেটি পড়তে শুরু করি। মূলত দেবতাদের চোখে হোমারের ইলিয়াডের একটি ব্যাখ্যা দেয় ‘দ্য গডস অব সিক্স’ ও ‘ক্লক’ এই বই দুটি।

রসিকতা করে নুচ্চি আরও বলেন, তার (চোরের) প্রিয় দেবতা হলেন হার্মেস, যিনি চোরদের দেবতা। একইসঙ্গে তিনি সাহিত্যেরও দেবতা। সবকিছু যেন ঠিকই মিলে যাচ্ছে, বলে তিনি মন্তব্য করেন।  

গ্রেপ্তারের সময় চোরের কাছে থাকা একটি ব্যাগে কিছু দামি জামাকাপড় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সেগুলো একই ভবনের অন্য একটি ফ্ল্যাট থেকে সেদিন সন্ধ্যায় চুরি করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.