× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপান কেন ভালুক হত্যা আইন সহজ করতে চায়?

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ নভেম্বর ২০২৪, ২১:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

জাপানে একটি আবাসিক এলাকায় বনো ভালুক ঢউকে মানুষের ওপর আক্রমণ শুরু করে। জানা গেছে, প্রায়ই সেখানে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়েই আবাসিক এলাকায় ঢুকে পড়া ভালুককে গুলি করার সহজ পদ্ধতি চালু করতে চায় জাপান। তবে শিকারিরা বলছেন এটি ঝুকিপূর্ণ হয়ে যাবে। 

জাপানে ২১৯ বার ভালুক ঢুকে আক্রমণের ঘটনা ঘটেছে এ বছর। গত এপ্রিল-মে মাসে প্রাণঘাতী এ ভালুকগুলো আক্রমণ করেছেন। এদের আক্রমণের শিকার হয়ে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছেন। জাপানে বুনো ভালুকের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। 

যদি ভালুক গুলি করার আইন সংস্কার করতে পারে তাহলে ঝুঁকিপূর্ণ মুহূর্তে ভালুকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা আরও সহজ হয়ে যাবে। 

যদি মানুষের বাসা-বাড়িতে ভালুক ঢুকে যায়, তখন শিকারিদেরকে গুলি করার অনুমতি দেওয়া হবে যাতে মানুষ হতাহত না হয়।

হোকাইদো হান্টারস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সাতোশি সাইতো বলেন, ‘একটি ভালুকের মুখোমুখি হওয়া খুবই ভয়ানক ব্যাপার, এটি বিপজ্জনকও বটে। আমরা গুলি করে একটি ভালুককে হত্যা করতে পারব এই নিশ্চয়তা কখনো দেওয়া সম্ভব নয়।‘

স্থানীয় সরকারি কর্মকর্তা মামি কোনদো বলেন, ‘ভালুক মানুষের উপস্থিতি বুঝতে পারে। এরপরও তারা খাবারের সন্ধানে আসে অথবা হয়তো মানুষকেই তাদের খাবার মনে করে। একটি ভালুক একাধিক মানুষকে আক্রমণ করতে পারে।‘

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.